কালিগঞ্জের ইউপি সদস্য আফছারের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির করে টাকা আ*ত্মসাতের অভিযোগ

কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি সদস্য আফছারের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির করে টাকা আ*ত্মসাতের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বর আফছার উদ্দীনের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। একের পর এক টাকা আত্মসাতের ঘটনায় ওই মেম্বরের বিষয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, উপজেলার পারুলগাছা শীতল মোড়লের হাটে সরকারি উদ্যোগের প্রায় ২ ২ বছর আগে দু’টি টিনশেড চাঁদনী তৈরী করা হয়। এসময় ওই হাটে অবস্থিত একটি বটগাছ নিজ উদ্যোগে বিক্রি করেন স্থানীয় ইউপি সদস্য আফছার উদ্দীন। তখন জনসম্মুখে বটগাছ বিক্রির ৬ হাজার টাকা পাশর্^বর্তী পারুলগাছা মোজাদ্দেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় প্রদান করা হবে বলে ঘোষণা দেন। কিন্তু দীর্ঘ দুই বছরেও গাছ বিক্রির টাকা সরকারি ফান্ডে কিংবা ইয়াতিমখানায় না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ করেন সচেতন মহল। সম্প্রতি জেলা পরিষদের দু’টি গাছের ডালপালা বিক্রি করে ২৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ইউপি সদস্য আফছার উদ্দীনের বিরুদ্ধে। তাছাড়া পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমাানা প্রাচীর নির্মাণের লক্ষ্যে কর্তনকৃত একটি মেহগনি গাছের গুড়ি রাতের আধারে চুরি করে নিয়ে সেখানে রাখা হয় একটি ছোট গাছের গুড়ি। চুরি করে নেয়া মেহগনি গাছের গুড়ির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তার স্থলে রেখে যাওয়া গাছের গুড়ির মূল্য ৩ থেকে ৪ হাজার টাকা। ওই গাছের গুড়ি সরানোর ঘটনায় ইউপি সদস্যের সংশ্লিষ্টতা থাকার গুঞ্জন উঠলে বিষয়টি তদন্তে যান ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা। কিন্তু বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তৎপরতায় বিষয়টি ধামাচাপা পড়ে যায় বলে এলাকাবাসি জানিয়েছেন।

এব্যাপারে ইউপি সদস্য আফছার উদ্দীনের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি পারুলগাছা শীতল মোড়লের হাটের একটি বটগাছ বিক্রির বিষয়টি স্বীকার করেন। তবে গাছ বিক্রির টাকা নিজের কাছে রেখেছেন নাকি কোথাও দিয়েছেন সেটা ঠিক স্মরণ করতে পারছেন না বলে জানান। 

কালিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ৩,

চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার

কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি: সিসি ক্যামেরার ফুঁটেজ দেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার  বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।

মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৩০) জানান, গত২১ মার্চ সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতাল সংলগ্ন  তপন ডাক্তারের মডার্ণ ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজীকে (১৬) জিজ্ঞাসাবাদ করেন। সে চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মহৎপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শাহেদ হাসানকে (১৬) আটক করা হয়। তবে পালিয়ে গেছে অপর সহযোগী দেয়া গ্রামের দুখে মিয়ার ছেলে আলী হোসেন (১২)।

আটককৃত শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি করে তিনি কালিগঞ্জ হাসপাতাল সড়কে অবস্থিত হামিদ আর্টের মালিক আব্দুল হামিদের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেন। উক্ত মোটরসাইকেল ক্রয়ের পরপরই আব্দুল হামিদ নলতায় জনৈক এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। 

পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কালিগঞ্জ থানায় আনা হয়। 

কালিগঞ্জ থনার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

তবে রাত ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৩ চোর ও উদ্ধারকৃত মোটরসাইকেল শ্যামনগর থানায় নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *